শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
আটা ও কাঁচা মরিচে আগুন

নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে

বাজার দর

নিত্যপণ্যের দামে সাধারণ মানুষের নাভিশ্বাস বেড়ে চলেছে। রাজধানীর বাজারে চালের দাম তো কমেইনি, এখন আটার দামও বেড়ে চলেছে। বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি কিনতে পারছেন না কেউ। এ অবস্থায় বেড়েছে কাঁচা মরিচের দাম। বেড়েছে মাছের দামও। গতকাল বাজার ঘুরে দেখা গেছে, কেজিতে আটার দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। এ ছাড়া মোটা চালের দাম কেজিতে ৪ টাকা কমলেও অন্য চালের দাম কমেনি। রাজধানীর কারওয়ান বাজার ও মিরপুর বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। কারওয়ান বাজারের আড়তে গতকাল ২০০ টাকা কেজি দরে ভারতীয় মরিচ বিক্রি হয়েছে। এ ছাড়া এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে খোলা আটার দাম কেজিতে বেড়েছে ৪ টাকা। প্যাকেটজাত আটার দাম ৬ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল ১ কেজি খোলা আটা বিক্রি হয়েছে ৩০ আর প্যাকেটজাত (২ কেজি) ৬৫ টাকায়। আটার দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। পাশাপাশি আটা দিয়ে তৈরি অন্যান্য পণ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। গতকাল সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটে আটার পাইকারি আড়ত ঘুরে কোনো ধরনের সংকটের তথ্য পাওয়া যায়নি। সব দোকানে এক বস্তা (৫০ কেজি) আটা বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়। এদিকে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে খোলা ও প্যাকেটজাত আটার কোনো সংকট দেখা যায়নি। অন্যদিকে চড়া দামে সবজি স্থিতিশীল রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর