শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শিল্প কারখানায় নিরাপদ পানি ব্যবহারের প্রযুক্তি

বসুন্ধরায় পানিমেলা

নিজস্ব প্রতিবেদক

শিল্প কারখানায় নিরাপদ পানি ব্যবহারের প্রযুক্তি

বসুন্ধরায় চলছে পানিমেলা। শিল্প কারখানা, বাড়িতে নিরাপদ পানি ব্যবহারে আধুনিক প্রযুক্তি দেখতে মেলার দ্বিতীয় দিনে গতকাল ছিল উদ্যোক্তার ভিড়। উদ্যোক্তারা দেখছেন কীভাবে তৈরি হচ্ছে দূষণমুক্ত পানি। বাসাবাড়িতে ব্যবহার-উপযোগী বৈদ্যুতিক দূষণমুক্ত পানি উৎপাদন মেশিনারিজ। এসব মেশিনারিজ বাজারজাত করাসহ কারখানার জন্য ইটিপি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। পানিদূষণ একটি ভয়াবহ সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে সারা বিশ্বে। এ সংকট থেকে মুক্ত হতে আধুনিক প্রযুক্তি প্রদর্শন করে ওয়াটার টুডে ও ওয়েইস্ট ওয়াটার ইন্ডাস্ট্রির উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগের দিন এ মেলা শুরু হয়। মেলায় বাংলাদেশসহ ভারত, চীন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কার বিভিন্ন কোম্পানির ৫৩টি স্টল অংশ নিয়েছে। এ মেলায় শুধু কারখানার পানিদূষণ নয়, কৃষিতে পানির সমাধান দিতে অংশ নিয়েছে একাধিক প্রতিষ্ঠান।  প্রদর্শনীতে বিশ্বের ৭৫টিরও বেশি কোম্পানি, ১ হাজারের বেশি পণ্য ও ২ হাজারের বেশি পানি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন। তিন দিনব্যাপী এ প্রদর্শনী সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলছে। আজ শেষ হচ্ছে মেলা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর