শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নির্ভরশীলতা থেকে নারীদের বেরিয়ে আসতে হবে : চুমকি

নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের অর্ধেক জনবল নারী। তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সমাজে অন্যের প্রতি নারীদের নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। গতকাল কাকরাইলের আইডিইবি ভবনে আইডিইবি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ আয়োজিত উইমেন লিডারশিপ ডেভেলপমেন্ট শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী রওশন আক্তার। বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান খান ও আইডিইবির শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক  মো. ইদ্রিস আলী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর