রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রধান বিচারপতি অন্তরীণ দাবি সুপ্রিম কোর্ট বারের

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সরকারের নিয়ন্ত্রণে বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, তিনি স্বেচ্ছায় ছুটিতে যাননি। তাকে বল প্রয়োগ করে ছুটিতে পাঠানো হয়েছে। তিনি অন্তরীণ। কেবল সরকারের নির্দেশিত ব্যক্তিরাই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, অন্যরা নয়। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, আইনমন্ত্রী প্রধান বিচারপতির  ছুটির কথিত যে চিঠি প্রকাশ করেছেন, তাতে কয়েক জায়গায় বানান ভুল রয়েছে। দেশের বিভিন্ন মহল থেকে এই চিঠি নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে, প্রধান বিচারপতির মতো একজন দায়িত্বশীল ব্যক্তি কীভাবে পাঁচটি বানান ভুল থাকা চিঠিতে স্বাক্ষর করতে পারেন? এ বিষয়ে প্রধান বিচারপতির স্টেটমেন্ট দাবি করছি। তিনি বলেন, সংবিধানের ৯৪ অনুচ্ছেদে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা আছে, কিন্তু আজ এই স্বাধীন বিচার বিভাগের প্রধান কর্তা ব্যক্তি প্রধান বিচারপতি নিজেই স্বাধীন নন। তিনি পরাধীন। এটি বিচার বিভাগের সঙ্গে সরকারের প্রতারণা বলে আইনজীবী সমিতি মনে করে। সমিতির সভাপতি বলেন, দীর্ঘ ৪০ দিন সুপ্রিম কোর্টের অবকাশের ছুটি শেষে কোর্ট খোলার মাত্র একদিন আগে প্রধান বিচারপতির হঠাৎ রহস্যজনক ছুটিতে যাওয়াকে দেশের সর্বস্তরের আইনজীবীরা স্বাভাবিক ঘটনা বলে মনে করছে না। জয়নুল আবেদীন জানান, আইনমন্ত্রীর বরাতে দায়িত্বপাপ্ত প্রধান বিচারপতি আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে জানিয়েছিলেন যে, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। সেই অনুযায়ী আইনজীবী সমিতি শুক্রবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে তার বাসভবনের দিকে রওনা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেওয়ায় তারা সাক্ষাৎ করতে পারেননি। অথচ গত বৃহস্পতি ও শুক্রবার দুদিনে আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংবাদ সম্মেলনে বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার জন্য দলমত নির্বিশেষে আইনজীবীদের বৃহত্তর ঐক্য গড়ে তুলে এ ব্যাপারে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। এ ছাড়া আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের প্রতিটি আইনজীবী সমিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কার্যনির্বাহী কমিটির সদস্য উম্মে কুলসুম রেখা, শেখ তাহসীন আলী, শামীমা সুলতানা দীপ্তি, আয়েশা আক্তার, হাসিবুর রহমান হাসিব ছাড়াও নিতাই রায় চৌধুরী, আরিফা জেসমিন নাহিন, বি এম সুলতান মাহমুদ, শরীফ ইউ আহমেদসহ বিএনপি সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর