সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে কাপড়ের রোলে ৭ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক

শাহজালালে কাপড়ের রোলে ৭ কেজি সোনা

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে থান কাপড়ের রোলের ভিতর থেকে ৭ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার রাতে বিমানবন্দরের এয়ার ফ্রেইড এলাকা থেকে এসব সোনা জব্দ করা হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসকিউ-৪৪৬) সোনার চালানটি ঢাকায় এসেছিল। জব্দ হওয়া সোনার বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) মইনুল খান জানান, রাত ১২টার দিকে বিমান থেকে কার্গোর মালামাল খালাস করা হচ্ছিল। এ সময় এয়ারওয়ে বিলের মাধ্যমে তৈরি পোশাক কারখানার জন্য আমদানি করা থান কাপড়ের একটি রোল তল্লাশি করা হয়। ওই রোলের ভিতর সোনার সাতটি বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন এক কেজি।

 

সর্বশেষ খবর