সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রয়াত উপজেলা চেয়ারম্যানের দোয়া মাহফিলে পুলিশের বাধা! দুলুর নিন্দা

নাটোর প্রতিনিধি

পুলিশ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর দোয়া মাহফিল করতে দেয়নি বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল দুপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক সংবাদ সম্মেলনে জানান, বাবুর স্মরণে বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের উদ্যোগে কোয়েন পশ্চিম পাড়া মসজিদে সকাল ১০টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুলিশের বাধার মুখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়নি।  বড়াইগ্রাম থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী জানান, শরিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম। এ সময় তাকে বাবুর স্মরণে দোয়া মাহফিল না করার নির্দেশ দেন। তবে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। তবে দোয়া মাহফিল বন্ধ করতে তিনি বলেননি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট এম,রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন , ‘এই সরকার একজন মৃত মানুষের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মহফিলে বাধা দেয়। বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় ছিল। আমি মন্ত্রী ছিলাম কিন্তু কোনোদিন নাটোরে কোনো দলের মিছিল, মিটিং সমাবেশে বাধা দেইনি।’

সর্বশেষ খবর