মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সরকারি চাকুরেরা রোহিঙ্গা তহবিলে দিলেন একদিনের বেতন

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তা তহবিলে একদিনের মূল বেতন দান করেছেন সরকারি চাকরিজীবীরা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ সহায়তার হাত বাড়িয়েছেন। প্রতিবেশী মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণে তহবিল প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা স্ব-উদ্যোগে রোহিঙ্গা তহবিলে দান করছেন। এটা অত্যন্ত ইতিবাচক। রোহিঙ্গা তহবিলে সর্বপ্রথম অর্থ প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয় এগিয়ে আসে বলেও জানান প্রতিমন্ত্রী। গত ২ অক্টোবর এনবিআরের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কাছে প্রেরণ করা হয়। এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) ড. আবদুর রহিম স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, ‘অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে রোহিঙ্গা শরণার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এনবিআর ও এর আওতাধীন সব কমিশনারেট, অধিদফতর, পরিদফতরে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের একদিনের বেতন অভ্যন্তরীণ সম্পদ বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর