বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা সিটি শপিং মলে অগ্নিনির্বাপণ মহড়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গতকাল বিকালে ‘দুর্যোগসহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ স্লোগান সামনে রেখে মলের সামনে মহড়া পরিচালনা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিশেষ অতিথি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বক্তব্য দেন। এ সময় সুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও ইনচার্জ শেখ আবদুল আলিম, সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের বিভাগীয় প্রধান মেজর মো. মোহসিনুল করিম (অব.), বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির সহসভাপতি গোলাম মওলা প্রমুখ উপস্থিত ছিলেন। বসুন্ধরা শপিং মলে আগত হাজার হাজার ক্রেতা ও দর্শনার্থী মহড়া প্রত্যক্ষ করেন। মহড়াকালে দেখানো হয় কীভাবে ভূমিকম্পের সময় উপস্থিতরা মাটিতে বসে নিজেদের আত্মরক্ষার চেষ্টা করেন। পরে অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। তখন বসুন্ধরা শপিং মলের সামনে আগুনের কুণ্ডলীতে প্রথমে অগ্নিনির্বাপণ গ্যাস নিক্ষেপ ও পরে ফায়ার সার্ভিস সদস্যরা পানি ছিটিয়ে আগুন নেভান। এরপর বসুন্ধরা শপিং মলের ছাদে আটকে পড়া ব্যক্তিদের কীভাবে সুউচ্চ স্কাই লিফটের মাধ্যমে উদ্ধার করে আনেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের সুদক্ষ কর্মীরা তা দেখানো হয়। বাদ যায়নি আগুনের ধোঁয়ায় আহত ব্যক্তিদের উদ্ধার করে কীভাবে হাসপাতালে পাঠান উদ্ধার কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রতিটি শপিং মলে অগ্নিনির্বাপণব্যবস্থা থাকা উচিত। এতে জান ও মাল উভয়ই রক্ষা পায়।

 শেখ হাসিনার সরকার জননিরাপত্তাকে গুরুত্ব দিয়ে স্কাই লিফটসহ বিভিন্ন উন্নত যন্ত্রপাতি সংযোজন করেছে ফায়ার সার্ভিস টিমে। এর ফলে তারা সক্ষমতার স্বাক্ষর রাখছে। অগ্নিকাণ্ডের ব্যাপারে শপিং মলের প্রতিটি দোকানদার ও কর্মীকেও সতর্ক থাকতে হবে। বিভিন্ন ক্যাবল ও সুইচ বিপজ্জনক থাকলে তা সময়মতো মেরামত করতে হবে। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের বিভিন্ন বিষয়ে সতর্কাবস্থার ব্যাপারে তাগিদ দেন বক্তারা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর