শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কমেছে সবজি, বেড়েছে মাছ-পিয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

কমেছে সবজি, বেড়েছে মাছ-পিয়াজের দাম

বাজার দর

রাজধানীর নিত্যপণ্যের বাজারে কমেছে কিছু সবজির দর। এর মধ্যে রয়েছে পটোল, ঝিঙ্গা, করলা, ঢেঁড়শ, ধুন্দুল, বেগুন। এসব সবজি আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। তবে দাম বেড়েছে মাছ ও পিয়াজের। এছাড়া হালিতে ডিমের দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা। কিছুটা দাম কমেছে কাঁচা মরিচের। গতকালও এক কেজি কাঁচা মরিচ ১৪০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল রাজধানীর মিরপুর ও বারিধারার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে সবজির সরবরাহ বেড়েছে। শীতকাল শুরু না হলেও শীতের কিছু সবজি বাজারে এসেছে। সরবরাহ বাড়ার কারণে দাম কিছুটা কমেছে। এছাড়া মোটা চাল কেজিতে কমেছে তিন থেকে চার টাকা। চাল ব্যবসায়ীরা বলছেন, আগামী মাসে নতুন চাল উঠলে দাম আরও কমবে। এদিকে চট্টগ্রামের কাঁচা বাজারে চলছে কাঁচা মরিচের দাপট। গত দুই সপ্তাহ ধরেই চলছে এ অবস্থা। গত ১৫ দিন ধরেই প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২০০ টাকা। প্রতিনিয়তই বাড়ছে কাঁচা মরিচের ঝাঁজ। গতকাল চট্টগ্রাম নগরের প্রধান কাঁচা বাজার কাজীর দেউড়ি, বহদ্দারহাট, বক্সিরহাট ও চকবাজারের কাঁচা বাজার ঘুরে এই  দাম দেখা যায়।

ক্রেতাদের অভিযোগ, গত দুই সপ্তাহ ধরে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা। কাঁচা মরিচ এখন ভিআইপি সবজি হয়ে গেছে।

জানা যায়, কাঁচা মরিচের সঙ্গে বাড়ছে সবজির দামও। গত এক সপ্তাহ ধরেই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম।

সর্বশেষ খবর