শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গৃহকর নিয়ে ত্রিমুখী চাপে চসিক

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

গৃহকর নিয়ে ত্রিমুখী চাপে চসিক

নতুন গৃহকর নিয়ে ত্রিমুখী চাপে পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একদিকে নিজের রাজনৈতিক দলের পক্ষ থেকে গৃহকর পুনর্বিবেচনার জন্য সভাপতির চিঠি, অন্যদিকে নাগরিক নানা সংগঠনের টানা আন্দোলন-সংগ্রামের কর্মসূচি। এর সঙ্গে আছে গৃহকর নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। আছে সাবেক মেয়র মনজুর আলমের গৃহকর পুনর্বিবেচনার চিঠিও। এই সব চাপের সামনে পড়েছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। তবে, চসিক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাস্তবায়নে অটল। মন্ত্রণালয়ের নির্দেশনা মতেই তারা গৃহকর নির্ধারণ করেছে। এ ব্যাপারে চসিক নিজস্ব কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না বলে দাবি চসিকের।  

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘নগরবাসীর করের টাকায় নাগরিক সেবা দেওয়া হয়।

সর্বশেষ খবর