শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাটা

বিশ্ব মান দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার বৈধতার বিষয়ে উচ্চ আদালত থেকে দফায় দফায় সময় বাড়ানো হলেও এর নেতিবাচক প্রভাব পড়ে ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান পরিচালনায়। এমন তথ্য মিলেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) থেকে। সংস্থার কর্মকর্তারা বলছেন, খাবারে ভেজাল ধরতে অভিযান পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের শরণাপন্ন হলেও তাতে সাড়া মিলছে না। এ কারণে খাবারে ভেজাল ধরতে অভিযান পরিচালনায় একপর্যায়ে ভাটা পড়ে। যদিও এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। র‌্যাব এবং বিএসটিআইয়ের সার্ভিলেন্স টিম ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। এবারের মান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নান্দনিক নগরায়ণে মান’। এ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং শিল্পসচিব মোহাম্মদ আবদুল্লাহ আলাদা বাণী দিয়েছেন। বিএসটিআই সূত্রে জানা যায়, দেশে বর্তমানে পণ্যের মান রয়েছে চার হাজার ১৩৬টি। এসবের মধ্যে বিএসটিআইয়ের সনদ মান আছে মাত্র ১৫৪টির। এর বাইরে বেশির ভাগ পণ্যের মান বিএসটিআইয়ের নজরদারির বাইরে থেকে যাচ্ছে। আইনি দুর্বলতার সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাজারে নকল ও ভেজাল পণ্য সরবরাহ করছে। যদিও ভেজালকারীদের বিরুদ্ধে বিএসটিআই অভিযান পরিচালনা করছে।

সর্বশেষ খবর