শিরোনাম
সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রক্টরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ ও তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ এসেছে। পরবর্তীতে বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।’

অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের দুর্নীতি দমনে দুদক চেয়ারম্যানের হস্তক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ। উপাচার্যের আস্থাভাজন প্রক্টর ড. মাহবুবর রহমানে বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রগতিশীল শিক্ষকরা দুর্নীতির প্রতিকার চেয়ে দুদক চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন। দুদকের অপর একটি সূত্র জানায়, ‘লিখিত অভিযোগ ছাড়াও দুদকের হটলাইন ১০৬-এ বিষয়টি আমাদের অবহিত করেছে। দুটি বিষয়কে সামনে রেখে আমরা অনুসন্ধান করব।’ শিক্ষকদের অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ইবি উপাচার্যের অত্যন্ত আস্থাভাজন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান অত্যন্ত সুকৌশলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নিয়োগ বাণিজ্য করে যাচ্ছেন। আর এক্ষেত্রে নিয়োগ প্রার্থী খোঁজা এবং অর্থ লেনদেন সম্পন্ন করছেন প্রক্টরের আস্থাভাজন এক সহকারী অধ্যাপক।

সর্বশেষ খবর