সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গ্রামে বাড়ি তৈরিতেও অনুমতি লাগবে : পূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গ্রামে বাড়ি তৈরিতেও অনুমতি লাগবে : পূর্তমন্ত্রী

নগরাঞ্চলের মতো গ্রামেও বাড়ি তৈরিতে অনুমতি নিতে হবে। পৌরসভার চেয়ারম্যান, মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ইউএনও বাড়িটি ভূমিকম্প সহনশীল কিনা সেই ছাড়পত্র দেবেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ আরও বলেন, দেশের মোট বাড়ির ৮১ ভাগ গ্রামে অবস্থিত। আবার এর মধ্যে ৮০ ভাগই নিম্নমানের। এটা আমাদের জন্য দুঃখজনক। এ জন্য শুধু নগর পরিকল্পনা করলেই হবে না, গোটা দেশের জন্য গৃহায়ণ পরিকল্পনা করা জরুরি হয়ে পড়েছে। মন্ত্রী বলেন, আমাদের দেশের বস্তিবাসী খুবই মানবেতর জীবনযাপন করে।

সর্বশেষ খবর