সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চসিকের নতুন গৃহকর বাতিল দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রস্তাবিত গৃহকর বাতিলের দাবি জানিয়েছেন করদাতারা। গতকাল দুপুরে নগরের শহীদ মিনার প্রাঙ্গণে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান। সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ করদাতা অংশ নেয়। সমাবেশের আগে করদাতারা এনায়েত বাজার ওয়ার্ড কার্যালয় ঘেরাও করে কাউন্সিলর মোহাম্মদ সলিমউল্লাহকে একটি স্মারকলিপিও দেন। গৃহকর নির্ধারণের প্রচলিত পদ্ধতি (আয়তন বা ইমারতের ধরনের ভিত্তিতে) বাদ দিয়ে বাড়ি ভাড়ার ওপর মূল্যায়নের কারণে হোল্ডিং ট্যাক্স অসহনীয়ভাবে বেড়েছে উল্লেখ করা হয় স্মারকলিপিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর