সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শ্রেণিকক্ষে নিষিদ্ধ হলো মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক

স্কুল-কলেজের শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) গত ১২ অক্টোবর এক অফিস আদেশে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। আদেশটি গতকাল প্রকাশ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষক-শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন বা শ্রেণিকক্ষে মোবাইল ফোনে কথা বলছেন। এতে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা শ্রেণির কার্যক্রমে মনোযোগী হতে পারছে না। এটা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান ও শিখন-শেখানো কার্যক্রম শিক্ষার্থীবান্ধব ও গতিশীল করতে মোবাইল ফোনে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। নির্দেশনা মেনে শিক্ষকরা তাদের মোবাইল শিক্ষক লাউঞ্জে রেখে শ্রেণিকক্ষে যাওয়ার সুযোগ পেলেও শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল থাকলে তা কোথায় রেখে ক্লাসে যাবে, সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি। সরকারি এই নির্দেশ অমান্য করে কেউ শ্রেণিকক্ষে মোবাইল নিলে কী ব্যবস্থা নেওয়া হবে বা নির্দেশনাটি কীভাবে বাস্তবায়ন করা হবে, মাউশির অফিস আদেশে তারও কিছু উল্লেখ নেই। বিষয়টি তোলা হলে মাউশির মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, পরে হয়তো আলাদা সার্কুলার জারি করে শিক্ষার্থীদের মোবাইল রাখার জন্য প্রতিষ্ঠানের ভিতরেই ব্যবস্থা রাখা হবে।

সর্বশেষ খবর