মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পেপ্যাল হিসাব খুলতে পারবেন না গ্রাহকরা

রুহুল আমিন রাসেল

অর্থ আদান-প্রদানের ক্ষেত্রে বিশ্বের জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান পেপ্যাল আগামী ১৯ অক্টোবর থেকে বাংলাদেশে সেবা চালু করলেও, তাতে হিসাব খুলে লেনদেন করতে পারবেন না দেশের গ্রাহকরা। পেপ্যাল যে দুটি সেবা দেয়, তারই একটি প্রাথমিকভাবে পাচ্ছেন বাংলাদেশিরা। এই সেবার আওতায় দেশের ৯টি ব্যাংকের মাধ্যমে অর্থ গ্রহণ করা গেলেও, পাঠানো যাবে না। তবে সহজে আউটসোর্সিংয়ের আয় বাংলাদেশে আনা যাবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭-এর দ্বিতীয় দিন ১৯ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশে পেপ্যালের (paypal.com) আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য-যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। প্রসঙ্গত, পেপ্যাল একটি ই-কমার্স প্রতিষ্ঠান, যা অর্থের স্থানান্তর বা হাতবদল ইন্টারনেটের মাধ্যমে করার ক্ষেত্রে সহায়তা প্রদান করে। অনলাইন স্থানান্তরের এই পদ্ধতি গতানুগতিক অর্থের লেনদেনের পদ্ধতি, যেমন চেক বা মানি অর্ডারের বিকল্প হিসেবে ব্যবহূত হয়। পেপ্যালের একটি সেবার নাম জুম। এটি বিগত ২০১৫ সালের নভেম্বর মাস থেকে বাংলাদেশে চালু আছে। জুমের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে যে-কেউ তার আত্মীয়স্বজনের ব্যাংক হিসাবে টাকা পাঠাতে পারেন।

জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি আবারও নিশ্চিত করে বলছি, বাংলাদেশে পেপ্যাল চালু হচ্ছে। এরই মধ্যে কয়েকশ লেনদেনও হয়েছে।

সর্বশেষ খবর