মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রধান বিচারপতিকে কেন বিদেশ যেতে দেওয়া হলো : জামায়াত

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, প্রধান বিচারপতির দেশ ত্যাগের পর সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে উত্থাপিত ১১টি অভিযোগের ঘটনা গণমাধ্যমে প্রচার করা হয়। সঙ্গত কারণেই জনগণের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে, অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচারসহ নানা অপরাধ, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে কেন বিদেশ যেতে দেওয়া হলো? গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। মাওলানা এটিএম মাসুম বিবৃতিতে আরও বলেন, সরকার বিচার বিভাগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে তা দেশ এবং জাতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেবে।

সর্বশেষ খবর