বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
যুবকের চোখ উৎপাটন

‘পুলিশের ভয়ে বাড়িতে থাকাই রিস্কি হয়ে গেছে’

সামছুজ্জামান শাহীন, খুলনা

‘পুলিশের ভয়ে বাড়িতে থাকাই রিস্কি হয়ে গেছে’

‘রাত-বিরাতে ঘরের দরজার কড়া নেড়ে বলে আমরা থানা থেকে আইছি, তোমাদের সাথে কথা আছে। অনেক সময় সিবিলে লোকজন কিছু না বইলেই বাড়ির মধ্যে ঢুইকে যাচ্ছে। বলতিছে, এলাকায় থাকতি চালি পুলিশের সাথে লড়তি আইসো না। জলে থাইকে কুমিরের সাথে লড়াই করা যায় না। পুলিশের টাকা আছে, ক্ষমতা আছে তোমাদের কি আছে? নিত্যদিন নানাভাবে হুমকি দিচ্ছে। পুলিশের ভয়ে বাড়িতে থাকাই রিস্কি হয়ে গেছে ভয়ে ভয়ে বাড়িতে থাকছি। কখন যে কি হয় আল্লাহই জানে!’ গতকাল আদালতের বারান্দায় দাঁড়িয়ে উদ্বিগ্ন চেহারায় এসব কথা বলছিলেন খুলনায় পুলিশের

হাতে চোখ হারানো যুবক মো. শাহজালালের স্ত্রী রাহেলা বেগম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর