বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরায় এক ছাদের নিচে ফার্নিচার মেলা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় এক ছাদের নিচে দেশীয় ফার্নিচারের সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে। প্রতিটি স্টলে রাখা হয়েছে রং-বেরঙের নানা ধরনের নজরকাড়া ফার্নিচার। প্রদর্শনীতে নিত্যনতুন ডিজাইনের ফার্নিচার স্থান পেয়েছে। রয়েছে শৌখিনতার ছোঁয়া। প্রতিটি পণ্যই পরস্পর থেকে আলাদা।

গতকাল থেকে শুরু হয়েছে ১৪তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৪ নম্বর নবরাত্রী হলে এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলায় শতাধিক ডিজাইন নিয়ে ২৯টি ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বিকালে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে মেলা কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় ৭০ শিশু অংশ নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর