বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বরিশালে উপমহাদেশের সবচেয়ে বড় দীপাবলি উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শুরু হয়েছে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব। গতকাল রাত ১২টা ৮ মিনিটে লগ্ন শুরু হয়ে শেষ হবে আজ রাত ১২টা ২ মিনিটে। উৎসব সার্থক করতে কয়েক দিন ধরে নগরীর কাউনিয়ায় বরিশাল মহাশ্মশান পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ধোয়ামোছার কাজ শেষ হয়েছে। আগত পুণ্যার্থীদের নিরাপত্তায় মহাশ্মশানের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ২০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া দীপাবলি উৎসব আয়োজক কমিটি নিয়োজিত ১০০ স্বেচ্ছাসেবক মহাশ্মশানের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। উৎসব নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনও নানা পদক্ষেপ নিয়েছে।

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি কুডু জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কালীপূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে প্রয়াত ব্যক্তির আত্মা শান্তি লাভ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর