বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কুবি উপাচার্য কার্যালয়ে তালা শিক্ষকদের চবিতে শিক্ষার্থীদের

কুমিল্লা প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্যের পদত্যাগ ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল তার কার্যালয়ে তালা লাগানো ছিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের একাংশ এ তালা লাগায়। সোমবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে দুর্নীতি, অনিয়ম, উপাচার্যের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে শিক্ষকরা তার কার্যালয়ে এ তালা লাগায়। এ সময় উপাচার্যের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ প্রতিহত এবং ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত করার ঘোষণা দেন শিক্ষকরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলে এক কক্ষে দুজন সংকুলানের স্থলে চারজনের জন্য সিট বরাদ্দ দেওয়ার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা তালা ঝুলিয়ে রাখে ওই হলের শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হলে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে প্রশাসনের কর্মকর্তারা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।

সর্বশেষ খবর