বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ক্রিকেট খেলা নিয়ে বিরোধ কলেজছাত্র মাহিম খুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত কলেজছাত্র মাহিম হাওলাদার (১৭) মারা গেছেন। সোমবার রাত ২টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, ৩ অক্টোবর ক্রিকেট খেলা নিয়ে বিরোধ হয়। ৫ অক্টোবর মাহিমকে একা পেয়ে প্রতিপক্ষ বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে। জানা গেছে, মিরপুর ১৩ নম্বর সেকশনে ঢাকা মডেল ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল মাহিম। তার বাবার নাম মানিক হাওলাদার। পল্লবীর সেকশন-৬, ব্লক-ডি, রোড-১ এর ৭ নম্বর বাড়ির চতুর্থ তলায় মামা আক্তার হোসেনের বাসায় থেকে পড়াশোনা করতেন মাহিম। নিহতের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি থানার পুরা গ্রামে। আক্তার হোসেন জানান, গত ৩ অক্টোবর দুপুরে ক্রিকেট খেলা নিয়ে মাহিম, তার বন্ধু আম্মান ও আকাশের সঙ্গে বিরোধ হয় পল্লবী এলাকার শিমুল ও সজিবের। এ ঘটনার জের ধরে শিমুল ও সজিব মাহিমকে হুমকি দিয়ে আসছিল। ৫ অক্টোবর রাত ১০টার দিকে মাহিমকে বাসার নিচে একা পেয়ে শিমুল, সজিব, সাজ্জাদ, সিয়াম, হৃদয়, ইমনসহ আরও কয়েকজন তাকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে। এ ছাড়া রড দিয়ে পিটিয়ে মাহিমের দাঁত ভেঙে দেওয়া হয়।

হামলাকারীরা মাহিমের কাছে থেকে সোনার চেন, একটি মোবাইল ফোন ও ৪ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে মাহিমের বন্ধু ইমন ও আম্মান তাকে বাঁচাতে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর