বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের সঠিক ব্র্যান্ডিং হচ্ছে না : নসরুল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঠিক ব্র্যান্ডিং হচ্ছে না : নসরুল

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা আসেন না কারণ তাদের সামনে আমরা নিজেদের দেশের ব্র্যান্ডিং সঠিকভাবে করতে পারছি না। অথচ বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমাদের বিশাল সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সাউথ এশিয়া এনার্জি সামিট ২০১৭-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এনার্জি ইকোনমিক্স (আইএইই) এর যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ এলাকা বিদ্যুতায়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ২০১৮ সালের মধ্যেই আমরা এ লক্ষ্য পূরণের চ্যালেঞ্জ নিয়েছি। এজন্য সংসদ সদস্যদের তাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে বলা হয়েছে। এ ছাড়া নেপালের সঙ্গে আমাদের বিদ্যুৎ আমদানির চুক্তি প্রায় শেষ পর্যায়ে। ভুটান থেকেও আমরা বিদ্যুৎ আনছি। আমাদের রিজিওনাল সাইটে পাওয়ার শেয়ার করার বিষয়টি বৃদ্ধি করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর