শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা পেপারের বিডিং শেষ ৮০ টাকা কাট-অফ প্রাইস

৪৭৪ জন বিডার অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা পেপারের বিডিং শেষ ৮০ টাকা কাট-অফ প্রাইস

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসার অপেক্ষায় থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের বিডিং শেষ হয়েছে। গত সোমবার শুরু হয়ে গতকাল বিকাল ৫টায় শেষ হয় দেশের বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরার এই কোম্পানিটির বিডিং। বিডিংয়ে অংশ নেওয়া ২০ শতাংশ বিডার ৮০ টাকা বা এর ওপরে বিড করেছেন। বাকি ৮০ শতাংশই বিড করেছেন ৮০ টাকার নিচে। এ ছাড়া ৩৫ শতাংশ বিডার ২৫ টাকার মধ্যে বিড করেছেন। তবে বিডিংয়ের জন্য বরাদ্দকৃত ১২৫ কোটি টাকা সর্বোচ্চ বিডিং দর থেকে ৮০ টাকার মধ্যে কাভার হয়ে যাওয়ায়, কোম্পানিটির কাট-অফ প্রাইস ৮০ টাকা নির্ধারিত হয়েছে। বিডিংয়ের ৭২ ঘণ্টায় এ প্রাইস নির্ধারিত হয়েছে। জানা গেছে, বিডিংয়ে বসুন্ধরার এ কোম্পানিটির শেয়ারে ৪৭৪ জন বিডার অংশগ্রহণ বা বিড করেন। এর মধ্যে ৯৬ জন বা ২০ শতাংশ ৮০ টাকা থেকে ৯০ টাকায় বিড করেছেন। এ ছাড়া ৩৭৮ জন বা ৮০ শতাংশ ৮০ টাকার নিচে ও ১৬৫ জন বা ৩৫ শতাংশ ২৫ টাকার মধ্যে বিড করেছেন। সবচেয়ে বেশি ১০৯ জন বা ২৩ শতাংশ ২৫ টাকা করে দর বিড করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জন্য ৮০ টাকা দরে বিড করেছেন। এ ছাড়া তৃতীয় সর্বোচ্চ ৫১ জন ৫০ টাকা করে বিড করেছেন। কোম্পানি শেয়ারবাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ১২৫ কোটি টাকার ওপর বিডিং হয়েছে। এক্ষেত্রে বিডারদের সর্বোচ্চ ৯০ টাকা থেকে ৮০ টাকায় ১২৫ কোটি টাকা কাভার হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির কাট-অফ প্রাইস হয়েছে ৮০ টাকা। কাট-অফ প্রাইসে ১২৫ কোটি টাকার শেয়ার ক্রয় করবেন বিডিংয়ে অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। আর কাট-অফ প্রাইসের ১০ শতাংশ কমে অর্থাৎ ৭২ টাকায় প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৭৫ কোটি টাকার শেয়ার ইস্যু করা হবে। বসুন্ধরা পেপারসের প্রতিটি শেয়ারে বিডিং শুরু হয় ৮৬ টাকা দিয়ে। শুরুতে একটি প্রতিষ্ঠানের পক্ষে বিনিয়োগকারী হিসেবে প্রতিটি ৮৬ টাকা দরে ২ লাখ ৯০ হাজার ৬০০টি শেয়ার কেনার জন্য বিডিং করা হয়। কোম্পানিটির ৭২ ঘণ্টার বিডিংয়ে সর্বোচ্চ ৯০ টাকা ও সর্বনিম্ন ১১ টাকায় বিড হয়েছে। এক্ষেত্রে ৪৭৪ জন বিডার ২৭ কোটি ৮৬ লাখ ২৯ হাজার ৭০০টি শেয়ার ৯৯৬ কোটি ৩২ লাখ ৮ হাজার ৭০০ টাকায় কেনার জন্য বিড করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর