শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
সিসিকের ব্যতিক্রমী উদ্যোগ

সম্মাননা পাচ্ছেন সেই নগরবাসী

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট মহানগরীর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে যানজট ও জলাবদ্ধতা। এ দুই সমস্যায় দীর্ঘদিন ধরে নাকাল নগরবাসীকে মুক্তি দিতে সাম্প্রতিক সময়ে উদ্যোগ গ্রহণ করে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। যানজট থেকে মুক্তি পেতে নগরীর প্রধান প্রধান সড়ক এবং ছড়া-খাল প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়। ওই উদ্যোগ বাস্তবায়ন করতে গিয়ে অনেকের ব্যক্তি মালিকানাধীন জায়গাও নিজেদের আওতায় নেয় সিসিক। সড়ক ও ছড়া-খাল প্রশস্ত করতে যেসব ব্যক্তি নিজেদের জায়গা ছেড়ে দিয়েছেন, তাদের সম্মাননা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সিসিক। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এ উদ্যোগ নিয়েছেন। বর্তমানে জায়গা প্রদান করা সবার তালিকা প্রণয়নের কাজ চলছে বলেও জানা গেছে। তালিকা প্রণয়ন শেষে কিছুদিনের মধ্যেই তাদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাবে সিসিক। ২০১৩ সালের জুনে সিসিক নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। নগর ভবনের দায়িত্ব নিয়ে সিলেট নগরীর প্রধানতম সমস্যা জলাবদ্ধতা কমানোর দিকে মনোযোগী হন তিনি। ছড়া-খাল দখল ও অপ্রশস্ত হওয়ার বিষয়টি নজরে আসে তার। নগরীর সব ছড়া-খাল উদ্ধার ও প্রশস্তকরণ অভিযান শুরু করেন আরিফ। তার আহ্বানে অনেক নগরবাসীই ছড়া-খালের প্রশস্ততার জন্য নিজেদের জায়গা ছেড়ে দেন। ছড়া-খাল প্রশস্ত হওয়ায় নগরীর জলাবদ্ধতা সমস্যা কিছুটা নিরসন হয়। এ ব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ছড়া-খাল ও সড়ক প্রশস্তকরণ কাজে নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। তারা নিজেদের জায়গা নিঃশর্তভাবে দিয়েছেন। তাদের এই ত্যাগকে আমরা সম্মান জানাতে চাই। সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর