শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বরিশাল প্রশাসনিক ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাইফুল বরখাস্ত

স্বরাষ্ট্র সচিবসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া সমন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অভিযোগ মামলা হিসেবে গণ্য হওয়ার আগেই বিচারকের আদেশ ছাড়া স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও রেঞ্জ ডিআইজিসহ ঊর্ধ্বতন ১০ পুলিশ কর্মকর্তাকে রেজিস্ট্রি ডাকযোগে সমন পাঠিয়েছেন বরিশাল প্রশাসনিক ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম। বিষয়টি নজরে আসায় অভিযুক্ত বেঞ্চ সহকারী সাইফুল ইসলামকে বুধবার রাতে সাময়িক বরখাস্ত করে তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। এদিকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকলেছুর রহমান বাচ্চুর দাবি, এমন ঘটনা অহরহ ঘটছে বরিশালে। তার দাবি, পেশকারদের (বেঞ্চ সহকারী) এক জেলা থেকে অন্য জেলায় বদলির নিয়ম না থাকায় তারা দীর্ঘদিন একই আদালতে কর্মরত থাকায় স্বেচ্ছাচারী হয়ে ওঠেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল সূত্র জানায়, বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ কনস্টেবল মো. জসিম উদ্দিনকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গত ১৮ মে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে গত ৫ অক্টোবর বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালে স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং ডিআইজিসহ ১০ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নালিশি মামলা করতে প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করেন জসিম উদ্দিন। দরখাস্তটি মামলা হওয়ার জন্য গ্রহণযোগ্য কিনা তা শুনানির জন্য আদালতের বিচারক আগামী পয়লা নভেম্বর শুনানির দিন ধার্য করেন। কিন্তু ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম গত ১১ অক্টোবর বিচারকের অজ্ঞাতে ওই আবেদনের বিবাদী স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও রেঞ্জ ডিআইজিসহ ঊর্ধ্বতন ১০ পুলিশ কর্মকর্তাকে রেজিস্ট্রি ডাকযোগে সমন প্রেরণ করেন। বিষয়টি গতকাল বরিশালে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর