শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গ্রামেও বহুতল ভবন নির্মাণ করা হবে

—গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, আবাসনের জন্য কৃষিজমি নষ্ট হচ্ছে। প্রতি বছর ১ শতাংশ হারে কৃষিজমি কমছে। এজন্য কৃষিজমি নষ্ট না করে বহুতল ভবনের দিকে যেতে হবে। গ্রামীণ এলাকায় ভবন নির্মাণে কীভাবে সহায়তা করা যায়, সেদিকে মনোযোগ দিতে হবে। গতকাল বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) উদ্যোগে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘গৃহায়ণ অর্থায়ন মেলা-২০১৭’। প্রথমবারের মতো আয়োজিত মেলাটি চলছে সোনারগাঁও হোটেলে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করতে হলে শুধু নগরে বসবাসকারীদের জন্যই নয়, গোটা দেশের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নগর উন্নয়ন অধিদফতর দেশের ১৪টি উপজেলার বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করেছে।

সর্বশেষ খবর