শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের এক দফা দাবিতে মহাসমাবেশ করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম। গতকাল সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক-কর্মচারীরা। ফোরামের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিঞার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক সাংসদ শিরিন আক্তার, ফোরামের সাধারণ সম্পাদক আবদুল খালেক প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন জেলার শিক্ষক নেতারা এতে বক্তব্য দেন। বক্তারা জানান, শিক্ষকদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ছিল সবচেয়ে বেশি। বর্তমান প্রধানমন্ত্রীও শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন। তাই আমরা আশা করি, সরকারের এ মেয়াদেই এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হবে।

সর্বশেষ খবর