শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় সাড়া ফেলেছে ‘পোয়েট অব পলিটিক্স’

ঢাকার অমিকন পাবলিশিং হাউস বঙ্গবন্ধুর ওপর তাদের প্রকাশিত বেশকিছু বই এ বছরের ফ্রাঙ্কফুর্ট (জার্মানি) বইমেলায় নিয়ে গিয়েছিল। এসব বইয়ের মধ্যে সাড়া ফেলেছে ‘রাজনীতির কবি, হাজার বছরের প্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক বইটির ইংরেজি ভাষান্তর ‘দি পোয়েট অব পলিটিক্স’। বইটির বিপুলসংখ্যক কপির জন্য অর্ডার দিয়েছে বিদেশি বিভিন্ন সংস্থা।

অমিকন পাবলিশিং হাউসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ওই মেলায় অংশ নিয়েছিলেন। তিনি বলেন, এখনো বিদেশি পাঠকরা জানতে চান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন। কেন তাকে হত্যা করা হয়েছিল তাও জানতে চান তারা। জার্মানিতে ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ বইমেলা চলে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর