শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কিশোরগঞ্জ টেক্সটাইল পুনঃগ্রহণ করছে পাট মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

হস্তান্তর চুক্তির শর্ত ভঙ্গ করায় গতকাল কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ লি: পুনঃগ্রহণ (টেক ব্যাক) করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মিলটি ক্রেতার কাছে হস্তান্তরের পর ক্রেতা মিলটি চালু করেননি। ফলে সরকারের মিল বিক্রির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। মিলটির কাছে সরকারের টাকা পাওনা রয়েছে এবং দীর্ঘদিন ধরে মিলের ক্রেতা পাওনা টাকা পরিশোধ করছেন না। এ ছাড়াও মিল রেজিস্ট্রি হওয়ার আগেই সোনালী ব্যাংকে মিল বন্ধক রেখে ঋণ নিয়েছেন। দীর্ঘদিন মিল বন্ধ রেখে শ্রমিক-কর্মচারীকে কর্মসংস্থান থেকে বঞ্চিত রাখেন।

সর্বশেষ খবর