শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

টানা বৃষ্টিতে সবজি মাছের দাম চড়া

নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টিতে সবজি  মাছের দাম চড়া

বাজার দর

দুই দিনের টানা বর্ষণে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা বেড়েছে। ৫০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। আরও বেড়েছে ব্রয়লার মুরগি ও পিয়াজের দাম। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা এবং পিয়াজের দাম ৫ টাকা বেড়েছে। গতকাল এক কেজি পিয়াজ বিক্রি হয়েছে ৫৫ টাকায়। গতকাল রাজধানীর মিরপুর ও বারিধারাসহ বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। মিরপুর বাজারের সবজি ব্যবসায়ীরা বলছেন পটোল, ঝিঙা, করলা, ঢেঁড়স, ধুন্দল, বেগুনসহ প্রায় সব সবজির দাম আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। তবে গত দুই দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, এ ধারা অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়তে পারে। তারা বলছেন, বাজারে সবজির সরবরাহ কিছুটা বেড়েছে। কিছু কিছু শীতকালীল সবজি বাজারে এসেছে। তবে পুরোপুরি সব সবজি এখনো বাজারে আসেনি। শীতের সবজির সরবরাহ বাড়লে দাম অনেকটাই কমে যাবে। মিরপুরের বাজারগুলোতে সাদা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে। আগের সপ্তাহে যা ছিল ১২৫ থেকে ১৩০ টাকায়।  আর লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ১৬৫ টাকা কেজি দরে। আগের সপ্তাহে যা ছিল ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। সে হিসেবে লাল লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে প্রায় ২০ টাকা। বাজার ও মানভেদে দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ৫৫  থেকে ৬০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৫৫ টাকা কেজি। আর আমদানি করা ভারতীয় পিয়াজ  কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৯০ টাকা থেকে ১০০ টাকা। ৮০ টাকা  কেজি শিমের দাম বেড়ে হয়েছে ১০০ টাকা থেকে ১১০ টাকা। ব্রয়লার মুরগির সঙ্গে দাম বাড়ার পালে কিছুটা হাওয়া  লেগেছে গরুর মাংসেও। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫১০ টাকা থেকে ৫২০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৫০০ টাকা কেজি। তবে আগের মতোই স্থির আছে খাসির মাংসের দাম। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। এ ছাড়াও দাম বাড়ার তালিকায় থাকা সবজির মধ্যে প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আগের সপ্তাহে এ সবজিটির দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকায়। করল্লার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে গতকাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর