শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে : বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নানা সমস্যা ও গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ। সংগঠনটি বলেছে, গাজীপুরে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই শিল্পের স্বার্থে প্রাকৃতিক তরলীকৃত গ্যাসের (এলএনজি) সংযোগ না দেওয়া পর্যন্ত পোশাকশিল্পে বিকল্প উপায়ে নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ দেওয়া হোক। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। সম্মেলনে বিজিএমইএ সহসভাপতি এস এম মান্নান কচি ও মাহমুদ হাসান খান বাবু উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি বলেন,  বিদ্যুতের দাম বাড়ানো হলে পোশাক খাতের প্রতিযোগী সক্ষমতা কমে আসবে।

সর্বশেষ খবর