রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কালের কণ্ঠের সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। শুক্রবার রাতে নগরের একটি অভিজাত হোটেলে কালের কণ্ঠ আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। মেয়র বলেন, গণমাধ্যম পথ দেখালে দেশের অর্থনীতি ও রাজনীতি সার্বিক ক্ষেত্রে এগিয়ে যাবে। দেশের সার্বিক উন্নতির জন্য গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সমাপনী বক্তব্যে কালের কণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, মানুষের দেশপ্রেম থাকলে কেউ দুর্নীতি করতে পারে না। আর দুর্নীতিমুক্ত দেশ গড়তেই কাজ করছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ দেশের কথা বলে, মানুষের কল্যাণের কথা বলে। সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল।

কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল স্বাগত বক্তব্যে বলেন, কালের কণ্ঠ একটি ঘটনাকে নেতিবাচক দৃষ্টিতে দেখতে চায় না। আমরা ইতিবাচক সংবাদের মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে বেঁচে থাকতে চাই। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যম রাষ্ট্রব্যবস্থাকে সঠিকভাবে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বলেন, চট্টগ্রাম বন্দর আগের চেয়ে দ্বিগুণ গতিতে চলছে। বন্দরের এ অগ্রগতি গণমাধ্যমে তুলে ধরতে তিনি অনুরোধ করেন। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পেশাজীবী নেতা প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছগীর আহমেদ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন প্রমুখ।

সর্বশেষ খবর