সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গৃহকর নিয়ে রিভিউ বোর্ডের কার্যক্রম ২৯ অক্টোবর শুরু

বঞ্চিত হলে সাক্ষাৎ মেয়রের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন ধার্য করা গৃহকর নিয়ে গঠিত রিভিউ বোর্ড আগামী ২৯ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করবে। করদাতারা বিনামূল্যে পি ফরম পূরণ করে আপিল শুনানিতে অংশ নিতে পারবেন। রিভিউ বোর্ডে আপিল নিষ্পত্তির পরও যদি কেউ করের বিষয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করেন তাহলে তিনি মেয়রের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। গতকাল দুপুরে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের      সভাপতিত্বে সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চসিক সরকারের বিধির আওতায় পৌরকর পুনঃমূল্যায়ন কর্মসূচি প্রাথমিকভাবে সম্পন্ন করেছে। এ বিষয়ে সম্মানিত হোল্ডারদের আপত্তি দায়েরের জন্য বিনামূল্যে ফরম বিতরণ করা হচ্ছে। গঠিত রিভিউ বোর্ড আগামী ২৯ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করবে। করদাতারা বিনামূল্যে পি ফরম পূরণ করে আপিল শুনানিতে অংশ নিতে পারবেন। রিভিউ বোর্ড করদাতার মতামত আমলে নিয়ে সহনীয় পর্যায়ে পৌরকর চূড়ান্তভাবে নির্ধারণ করবে। কোনো করদাতার ওপর অযৌক্তিক কর চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই চসিকের নেই।’ 

মেয়র বলেন, ‘বিগত মেয়রদের সময়ে যে হারে পৌরকর ধার্য ছিল ঠিক একই হারে বর্তমানে এসেসমেন্ট করা হয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডকে দুই ভাগ করে এসেসমেন্ট সম্পন্ন হয়েছে। এরমধ্যে ২৫টি ওয়ার্ড পূর্ণ কনজারভেন্সি বিবেচনায় ৭ শতাংশ হোল্ডিং, ৭ শতাংশ পরিচ্ছন্ন এবং ৩ শতাংশ আলোকায়ন মিলে ১৭ শতাংশ কর নেওয়া হয়। তাছাড়া ১৬টি ওয়ার্ড আংশিক কনজারভেন্সি বিবেচনায় ৭ শতাংশ হোল্ডিং, ৪ শতাংশ পরিচ্ছন্ন ও ৩ শতাংশ আলোকায়ন মিলে ১৪ শতাংশ পৌরকর নির্ধারণ করা হয়েছে।’

সর্বশেষ খবর