সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

তরুণদের মেধা কাজে লাগাতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

তরুণদের মেধা কাজে লাগাতে হবে : স্পিকার

স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণদের মেধা কাজে লাগাতে হবে। গতকাল রাজধানীর লেক শোর হোটেলে কমন পারপাস চ্যারিটেবল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে কমনওয়েলথ ওয়ান হান্ড্রেড প্রজেক্ট ল্যাঞ্চ ইভেন্ট গাইডিং মডেল ফর লিডারশিপ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের মোট জনসংখ্যা ২.৪ বিলিয়ন, যার ৬০ শতাংশ তরুণ। তরুণ সমাজের উন্নয়নে কমনওয়েলথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) উদ্যোগে তরুণ নেতৃত্বকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ পাইওনিয়ার ভূমিকা রেখেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর