মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনে না এলে বিএনপি নিশ্চিহ্ন হবে : অর্থমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

‘সামনের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি নামক রাজনৈতিক দলটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। রাজনৈতিক অঙ্গনে এর নাম-নিশানা খুঁজে পাওয়া যাবে না।’ এ অভিমত পোষণ করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক আবুল মাল আবদুল মুহিত। মুহিত উল্লেখ করেন, ‘বর্তমান নির্বাচন কমিশন সর্বাত্মক সচেষ্ট রয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। আওয়ামী লীগসহ প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোও সহযোগিতার অঙ্গীকার করেছে। শুধু বিএনপি ভিন্ন সুরে কথা বলার চেষ্টা করছে। তারা আশঙ্কা করছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে না।’ মুহিত বলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই, ভোট কারচুপির দিন শেষ। ডিজিটাল যুগে ভোট ডাকাতি কিংবা ফল পাল্টে দেওয়ার কোনোই সুযোগ নেই। আসলে ভরাডুবির আশঙ্কায় বিএনপি চাচ্ছে ভিন্ন পথে ক্ষমতায় যেতে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর