মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশে পণ্য উৎপাদন করবে স্যামসাং ও এলজি : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কোরিয়ার স্যামসাং ও এলজি ইলেকট্রনিক কোম্পানি সব পণ্য এখন বাংলাদেশেই উৎপাদন করবে। দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথ বিনিয়োগে এসব কোম্পানি গড়ে উঠবে। এতে করে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আসবে। গতকাল সচিবালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অন সিয়ং-ডুর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার প্রায় ২০০ প্রতিষ্ঠান বাংলাদেশের ইপিজেডে বিনিয়োগ করেছে। আরও অনেকেই বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

তোফায়েল বলেন, ‘কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) পাশাপাশি দেশটির বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনেও বিনিয়োগ করবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর