বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনে অংশ না নিলে বিএনপির জন্য অশনি সংকেত : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচনে অংশ না নিলে তা হবে বিএনপির জন্য অশনি সংকেত। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগে নিজেরা শুদ্ধ হোন। তারপর অন্যকে বলুন শুদ্ধ হওয়ার জন্য। আমাদের ভুলত্রুটি আছে, আমরা শতভাগ শুদ্ধ এ কথা বলব না। কিন্তু আপনারা তো শতভাগের কাছাকাছি অশুদ্ধ। বিএনপি যদি পাপ ধৌত করতে যায় তাহলে বুড়িগঙ্গা আরও ময়লা হয়ে যাবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি অর্জন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সেতু মন্ত্রী বলেন, যেভাবে নেতিবাচক রাজনীতি আঁকড়ে ধরেছে এটা বিএনপির জন্য অশনি সংকেত। জিয়াউর রহমানকে যখন স্বাধীনতার ঘোষক বলা হয়, তখন মনে হয় তিনি কবরে শুয়ে ছটফট করেন। কারণ তিনি নিজেই বলে গেছেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ঘোষণা স্বাধীনতার গ্রিন সিগন্যাল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর