বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ধরা খেলেন ১২ জালিয়াত শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ময়মনসিংহের চরভিলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে ইয়াসীন আরাফাত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার মেধা তালিকায় যার অবস্থান পঞ্চম। সবকিছু ঠিকই ছিল। ভর্তির সর্বশেষ ধাপ মৌখিক পরীক্ষায় এসেই হলো ঝামেলা। লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে হাতের লেখার মিল না পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে তুলে দিল পুলিশের হাতে। ইয়াসীনের মতোই আরও তিন শিক্ষার্থী পুলিশে আটক হয়েছে। এই নিয়ে ভাইভার তিন দিনে আটক হলেন মোট ১২ শিক্ষার্থী। তারা সবাই প্রক্সি দিয়ে সুযোগ পেয়েছিলেন মেধা তালিকায়। এ বছর প্রতি আসনের বিপরীতে লড়েছিলেন ১৫০ শিক্ষার্থী। তুমুল প্রতিযোগিতায় মেধার লড়াইয়ে না গিয়ে অসদুপায় বেছে নিয়েছিলেন অনেকেই। গতকাল সাক্ষাৎকার গ্রহণের শেষ দিনে আটক হন চার শিক্ষার্থী। এর আগে রবিবার প্রথম দিন চারজন ও দ্বিতীয় দিন সোমবারও চারজন আটক হন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর