বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মহিউদ্দিন চৌধুরীর সুস্থতা কামনায় ঐক্যবদ্ধ চট্টগ্রাম

রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম

বিভক্ত চট্টগ্রামকে যেন এক করলেন শয্যাশায়ী প্রবীণ নেতা সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শীর্ষ নেতারা এক হয়ে ভুলে গেছেন বিভক্তি, ঐক্য হয়েছে মাঠেও। কী মসজিদ-মাদ্রাসা, মক্তব, মন্দির, কী রাজপথে— ভক্তদের মনের গহিনে বেজে উঠেছে এক সুর। সবার মনে একই আওয়াজ; গণমানুষের নেতা মহিউদ্দিন চৌধুরী সুস্থ হয়ে ফের নিজ শহরে ফিরবেন। আর এ নিয়ে ব্যাপক ঐক্যের বিস্তৃতি সোশ্যাল মিডিয়ায়ও। একদিন আগেও মহানগরী চট্টগ্রামের রাজপথে ছিল অনৈক্যের সুর। ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ পৃথকভাবে অনুষ্ঠিত হয়। এর একটিতে প্রবীণ নেতা সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, অন্যটিতে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমীন এমপি অতিথি ছিলেন। মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটি গঠনের পর গেল তিন বছরে শীর্ষ দুই নেতা মহিউদ্দিন-নাছিরের বিভক্তি দফায় দফায় প্রকাশ্যে রূপ পায়। কিন্তু সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান মেয়র নাছির। শুধু হাসপাতালে যাওয়া নয়, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো থেকে শুরু করে সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিউদ্দিন চৌধুরীর খোঁজ-খবর নেওয়া অব্যাহত রেখেছেন মেয়র- বিষয়টি জানালেন মহিউদ্দিনের জামাতা ডা. সেলিম আকতার চৌধুরী। মান-অভিমান ভুলে অগ্রজ নেতার প্রতি মেয়র নাছিরের এমন দায়িত্বশীলতা যেন বেশ আশান্বিত করে সাবেক মেয়রকে। হয়তো এ কারণেই এয়ার অ্যাম্বুলেন্সে ওঠার ঠিক আগে শয্যাশায়ী মহিউদ্দিন চোখের ইশারায় আস্থার প্রকাশ ঘটান মেয়র নাছিরের দিকে। এ সময় মেয়র নাছিরের চোখের কোণে অশ্রুর ফোঁটাও দেখেন অনেকেই। দুঃসময়ে দুই নেতার এমন আস্থা পূর্ণ অবস্থানে স্বস্তি ও সাহস খুঁজে পেলেন যেন মাঠের কর্মীরা। শুধু মেয়র নাছির নন, মহিউদ্দিন চৌধুরীর জন্য সব দল ও মতের মানুষেরই মনে শুভ প্রত্যাশা। নিজ দলের শীর্ষ নেতা ছাড়াও চট্টগ্রামের প্রবীণ বিএনপি নেতা সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ অনেকেই গেল তিন দিনে ছুটে গেলেন শয্যাশায়ী এই আওয়ামী লীগ নেতার পাশে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপির নেতারা এ জননেতার সুস্থতা চেয়ে দোয়া কামনা করেছেন। মসজিদ, মাদ্রাসা, মক্তব, মন্দির, গির্জা, প্যাগোডাতেও চলছে মহিউদ্দিন চৌধুরীর জন্য প্রার্থনা। মাঠের রাজনীতির বর্ণাঢ্যতার জন্য আলোচিত শয্যাশায়ী এ সাবেক মেয়র যেন সমগ্র চট্টগ্রামকেই এক করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর