বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মোবাইলের গ্রাহক ১৪ কোটি ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মোবাইল সিমের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে, আর ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে প্রায় ৮ কোটিতে। এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে বিটিআরসির এক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৪ কোটি ৭ লাখ ১৩ হাজার। এর মধ্যে ছয় কোটি ৩৮ লাখ ৪২ হাজার গ্রাহক নিয়ে শীর্ষ অবস্থানে আছে গ্রামীণফোন। এয়ারটেল একীভূত হওয়ার পর রবির গ্রাহক সংখ্যা এখন চার কোটি ১২ লাখ ১১ হাজার। বাংলালিংকের গ্রাহক তিন কোটি ২৩ লাখ ৭৯ হাজার এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৩২ লাখ ৪১ হাজার। গত বছরের সেপ্টেম্বর শেষে গ্রাহক সংখ্যা ছিল ১১ কোটি ৯০ লাখ ৮৭ হাজার। প্রতিবেদনে জানানো হয়, এ বছরের সেপ্টেম্বর শেষে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা সাত কোটি ৯২ লাখ ২৭ হাজারে পৌঁছেছে। গত বছর  সেপ্টেম্বরে তা ছিল ৬ কোটি ৬৮ লাখ ৬২ হাজার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর