বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘সেই জামায়াত নেতারা ভোটে দাঁড়ালে গ্রহণ করবে না ইসি’

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধন হারানো জামায়াতের নেতারা যাতে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে নজর রাখবে নির্বাচন কমিশন। এ ছাড়া দণ্ডিত যুদ্ধাপরাধীরা নির্বাচনে অযোগ্য ঘোষিত রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গতকাল সাংবাদিকদের বলেন, জামায়াতের চিহ্নিত কেউ নির্বাচনে অংশ নিলে ইসি তা গ্রহণ করবে না। স্বতন্ত্র প্রার্থী হলেও তাদের বিষয়ে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন তারা। সংসদের পর দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ায় ‘নিবন্ধন অবৈধ ঘোষিত’ দলটি ভোটে অংশ নিতে পারছে না। কিন্তু তাদের সমর্থিতদের স্বতন্ত্র প্রার্থিতায় বাধা দিতে পারছে না ইসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর