মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

৭ মার্চকে কেন জাতীয় দিবস ঘোষণা নয় জানতে চেয়েছে হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিসংগ্রামের যে ভাষণ দিয়েছিলেন, সেই দিনটিকে কেন ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে সেদিন যে মঞ্চে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই স্থানে সেই মঞ্চ পুনর্নির্মাণ কেন করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া ৭ মার্চের ভাষণের সময় মঞ্চে তর্জনী উঁচিয়ে মুক্তিসংগ্রামে উদ্বুদ্ধকরণে জাতির জনকের ‘স্পিচ মোডের’ ভাস্কর্য নির্মাণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে জানতে চাওয়া হয়েছে তাও। একটি রিট আবেদনের শুনানি করে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর