বুধবার, ২২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
চট্টগ্রামের রাজনীতিতে নয়া মেরুকরণের সম্ভাবনা

মহানগর সভাপতির অসুস্থতা ঘিরে আওয়ামী লীগে ঐক্যের সুর

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অসুস্থতাকে কেন্দ্র করে বিভক্ত দলে এখন ঐক্যের সুর দেখা দিয়েছে। এ ঐক্যকে সামনে রেখে নয়া মেরুকরণও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন নেতা-কর্মীরা। ফলে ক্ষমতাসীন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক কমিটিতে দীর্ঘদিন ধরে জিইয়ে থাকা বিভক্তি নিরসনে সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা বিচ্ছুরিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক নেতাদের ঐক্য দেশ-জাতির জন্য কল্যাণই বয়ে আনে। কিন্তু নেতাদের অনৈক্যের চরম খেসারত দিতে হয় সাধারণ মানুষকেই। দলীয় নেতা-কর্মীদের আশা, আওয়ামী লীগ চট্টগ্রাম নগরের শীর্ষ দুই নেতা যদি অভিন্ন সুরে কথা বলেন, তাহলে এর সুফল রাজনীতির আঙিনায় পড়বে। সঙ্গে জনগণের ওপরও এর ইতিবাচক প্রভাব পড়বে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন গত রবিবার বলেছিলেন, ‘মহিউদ্দিন ভাই নগর আওয়ামী লীগের সভাপতি, তিনি আমাদের মুরব্বি। তার প্রতি আমাদের সবার শ্রদ্ধা-সম্মান সব সময় আছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।’ দলীয় সূত্রে জানা যায়, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে নানা বিষয়ে বিতর্ক-বিরোধিতা চলে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহও দ্বিধাবিভক্ত। তাছাড়া বন্দর ইস্যু, গৃহকর, জলাবদ্ধতা ও নাগরিক নানা সমস্যাকে কেন্দ্র করে দুই নেতার পৃথক অবস্থানও দীর্ঘদিনের। ফলে দুই নেতার মধ্যে অনেকদিন ধরে  বিভক্তি প্রকাশ্যে চলে আসছে। তবে মহিউদ্দিন চৌধুরীর অসুস্থাকে কেন্দ্র করে এ বিরোধে ঐক্যের সুর দেখা দিয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, ‘সাবেক মেয়রের অসুস্থতা থেকে শুরু করে ঢাকায় স্থানান্তরসহ নানা কাজে বর্তমান মেয়রের উদ্যোগ প্রশংসনীয়। এসব উদ্যোগ দুই নেতার মধ্যে সহমর্মিতারই বহিঃপ্রকাশ। এতে আমরা আরও বেশি আশাবাদী হই।’ জানা যায়, গত ১১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। পরদিন সকালেই হাসপাতালে তাকে দেখতে যান তারই কমিটির সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ওই দিনই উন্নত চিকিৎসার জন্য মহিউদ্দিন চৌধুরীকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নেন মেয়র নাছির। ওই দিন তিনি নিজেই এম এ আজিজ স্টেডিয়াতে নিজে উপস্থিত থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মহিউদ্দিন চৌধুরীকে ঢাকায় স্থানান্তর করেন। তাছাড়া মহিউদ্দিন চৌধুরীর উদ্যোগে প্রায় তিন দশক ধরে হয়ে আসা বিজয় মেলা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা। তার অনুপস্থিতে গত শুক্রবার মেয়র আ জ ম নাছির উদ্দিন নিজেই গিয়ে মেলার স্থান আউটার স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি মেলার সুবিধার্থে আউটার স্টেডিয়ামে চসিকের নির্মাণাধীন সুইমিংপুলের টিন সরানো এবং ড্রেনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। তাছাড়া মেলায় সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন। অন্যদিকে, গতকাল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান চসিক মেয়র। সেখান থেকে তিনি ব্যাংককে চিকিৎসারত মহিউদ্দিন চৌধুরীকেও দেখতে যাওয়ার কথা নানা সূত্রে শুনা গেছে। তবে দীর্ঘদিন ধরে দুই নেতা পৃথক দূরত্বে অবস্থানের পরিপ্রেক্ষিতে সিটি মেয়রের এসব পদক্ষেপ ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন দলীয় নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর