সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে খালেদার উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এ সিদ্ধান্ত  ওই অঞ্চলের শান্তি ও স্থিতি এবং একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘদিনের প্রয়াসকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। গতকাল এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং নিজেদের রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাসের আকাঙ্ক্ষার ওপর ওই সিদ্ধান্ত একটি চপেটাঘাত। শুধু ফিলিস্তিনি নয়, বিশ্বের শান্তিকামী প্রতিটি মানুষকেই এই সিদ্ধান্ত গভীরভাবে মর্মাহত করেছে। ফিলিস্তিনের জনগণের বিপক্ষে এই একতরফা স্বীকৃতির তীব্র প্রতিবাদ জানান বিএনপি প্রধান।

সর্বশেষ খবর