রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সেই বিশ্ববিদ্যালয়কে সমাবর্তনের অনুমতি দেবেন না রাষ্ট্রপতি

আকতারুজ্জামান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে ইঙ্গিত দিয়েছেন যে, অনিয়ম করা বিশ্ববিদ্যালয়কে তিনি সমাবর্তনে অনুমতি দেবেন না।  জানা গেছে, ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ১১ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। ইউজিসির বার্ষিক প্রতিবেদন ২০১৬ তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির হাতে। এ সময় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমান বৃদ্ধির ব্যাপারে ইউজিসিকে তাগিদ দেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনায় আইন মেনে চলতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে ইউজিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। আচার্য মো. আবদুল হামিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আইনের মধ্যে পরিচালিত করতে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আইন না মানলে সেসব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুমতি না দেওয়ার ব্যাপারে ভাবছেন বলেও তিনি ইউজিসি প্রতিনিধি দলকে জানান। প্রসঙ্গত, চার বছরের স্নাতক কোর্স ও এক বছরের স্নাতকোত্তর কোর্স শেষে সমাবর্তন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্য সনদে স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়গুলো এ সমাবর্তনের আয়োজন করে। এবার নিয়ম না মানা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সমাবর্তনের অনুমতি না দেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে। অভিযোগ রয়েছে, দেশে বিদ্যমান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশিরভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ মানছে না।

সর্বশেষ খবর