বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আন্তর্জাতিক মানের মোটেল হবে কীর্তনখোলার তীরে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আন্তর্জাতিক মানের মোটেল হবে কীর্তনখোলার তীরে

অবশেষে আন্তর্জাতিক মানের মোটেল হচ্ছে বরিশালে। নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে এ পর্যটন মোটেলটি নির্মাণ করবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। বিআইডব্লিউটিএ’র কাছ থেকে ইজারা নেওয়া এক একর জমিতে ওই মোটেল নির্মাণ করবে তারা। এ লক্ষ্যে সোমবার ঢাকায় সমঝোতা চুক্তিও স্বাক্ষর করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক। নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, নগরীর বান্দ রোডে বিআইডব্লিউটিএর পরিত্যক্ত মেরিন ওয়ার্কশপের জমি থেকে উত্তর-পশ্চিম কোনে এক একর জমি পর্যটন করপোরেশনকে ৩০ বছরের চুক্তিতে দেওয়া হবে। এ জন্য পর্যটন করপোরেশন বিআইডব্লিউটিএ-কে এককালীন ৫ লাখ এবং বছরে আড়াই লাখ টাকা প্রদান করবে। তবে বার্ষিক টাকা প্রদানের ক্ষেত্রে প্রতিবছর ২ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এক একর জমিতে আন্তর্জাতিক মোটেল ছাড়াও পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

উল্লেখ্য, বরিশালে একটি মোটেল ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে পর্যটন করপোরেশনের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনেক আগে মন্ত্রণালয়ে জমা দেওয়া হলেও উপযুক্ত জায়গা নির্ধারণ না পাওয়ায় প্রকল্পটির অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে কীর্তনখোলার তীরে বিআইডব্লিউটিএর জমিতে মোটেল স্থাপনের সিদ্ধান্ত হয়। এখন মন্ত্রণালয়ে প্রকল্পটি অনুমোদিত হলে অর্থ বরাদ্দের জন্য একনেকে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএর দায়িত্বশীল সূত্র।

সর্বশেষ খবর