শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জাতীয় নির্বাচন নিয়ে সংশয় রয়েছে

————————————— বি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির আগেই সংসদের ১৫৩ জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেলেন। সেসব আসনে কোনো ভোটই হলো না। এরপর এক, দুই, তিন করে চারটি বছর পার হয়ে গেল। পঞ্চম বছরে জানি না আমাদের কোথায় নিয়ে যাবেন তারা। সে সম্বন্ধে লোকজন যে সন্দেহ করেন, সে সন্দেহ স্বাভাবিক। কেননা আপনারা (সরকার) কথা রাখেননি। গতকাল সকালে জাতীয়  প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি তাঁর সন্দেহের কথা জানান। বি. চৌধুরী বলেন, ১৫৩টি আসনে তো কোনো ভোটই হলো না এবং সেই ১৫৩টি আসনে নির্বাচিত প্রতিনিধিরা, তাঁরা মন্ত্রী হলেন। সংবিধান সংশোধন করল! হাউ ইজ দ্যাট পসিবল? তারা যে বলেছিলেন, অচিরেই নির্বাচন দেওয়া হবে, নির্বাচন দেওয়া হয়নি। বড় বড় মন্ত্রীরা বলেছিলেন। সেই নির্বাচন আমরা দেখতে পাইনি। এক, দুই, তিন, চার বছর পার হয়ে গেল। এখন পঞ্চম বছরে আবার শুরু হয়েছে যাত্রা।

এই যাত্রায় আমাদের কোথায় নিয়ে যাবেন, সে সম্বন্ধে লোকজন যে সন্দেহ করেন, সে সন্দেহ অত্যন্ত স্বাভাবিক। কেননা আপনারা (সরকার) কথা রাখেননি। যারা কথা রাখে না, তাদের সম্পর্কে কথা বলা কঠিন।

সর্বশেষ খবর