মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
নাগরিক নেতাদের স্মারক লিপি

খুলনায় বিমানবন্দর ও গ্যাস প্রকল্পে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘২০১৩ সালে ৫৪৫ কোটি টাকা ব্যয়ে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। কিন্তু দীর্ঘদিনেও এর অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়নি। একইভাবে ২০১০ সালে খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের কথা ছিল। আড়ংঘাটা পর্যন্ত গ্যাস ট্রান্সমিশন লাইন স্থাপন ও পাইপ আনা হয়। কিন্তু ওই পাইপ এখন অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।’ খুলনায় বিমানবন্দর নির্মাণ ও গ্যাস প্রকল্পের স্থবিরতায় এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির নেতারা। গতকাল দুপুরে দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার সময় নাগরিক নেতারা এসব কথা বলেন।

সর্বশেষ খবর