শিরোনাম
শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক


জাতীয় প্রেস ক্লাবে

পিঠা উৎসব

জাতীয় প্রেস ক্লাবে গতকাল পিঠা উৎসব অনুষ্ঠিত হয় —বাংলাদেশ প্রতিদিন

রোদমাখা হালকা শীতের সকালে পিঠা উৎসবে মেতে উঠেছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব পিঠাপুলিতে ভিন্ন আবহ তৈরি হয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। গতকাল সকালে এ পিঠা উৎসব উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম। এ সময় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ উৎসবে শামিল হন জাতীয় প্রেস ক্লাব পরিবারের সদস্যরা। পুলি পিঠা, পাটিশাপটা, পাকান পিঠা, ভাপা পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা খেয়ে স্মৃতিময় অতীতে হারিয়ে যান অনেকেই। অনুষ্ঠানে বাড়তি আয়োজন হিসেবে লোকসংগীত পরিবেশন করেন বাউল শিল্পী সেলিম চৌধুরী। এ সময় নাচে-গানে মেতে ওঠে প্রেস ক্লাব সদস্যদের সন্তানরা। প্রেস ক্লাবে পিঠা উৎসবটি পরিণত হয় আনন্দঘন পরিবেশে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, পিঠা উৎসব বাঙালির সংস্কৃতির একটি অংশ। এ ঐতিহ্য অনেক পুরনো। আবহমানকাল থেকে গ্রামবাংলার ঘরে ঘরে পিঠা-পায়েসে মেতে ওঠেন বাঙালিরা। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তিনি বলেন, এ বছর নানা রকমের পিঠার ব্যবস্থা করা হয়েছে প্রেস ক্লাব সদস্যদের জন্য। আগামীতেও জাতীয় প্রেস ক্লাবে এ ধারা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

সর্বশেষ খবর